এমটিনিউজ২৪ ডেস্ক : পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত দুই মাসে কয়েক পর্যায়ে বাংলাদেশ থেকে ১ হাজার ৩৪৪ মেট্রিক টন টন আলু রফতানি করা হয়েছে নেপালে।
সবশেষ গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশি ৫টি ট্রাকে ১০৫ মেট্রিক টন আলু বাংলাদেশ থেকে নেপালে রফতানি করা হয়।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন।
তিনি বলেন, রোববার কোনো আলু রফতানি না হলেও বৃহস্পতিবার ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫টি ট্রাকে ১০৫ মেট্রিক টন আলু নেপালে পাঠানোর ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে কয়েক পর্যায়ে বন্দরটি দিয়ে ১ হাজার ৩৪৪ মেট্রিক টন আলু নেপালে যায়। আর এ সব আলু থিংকস টু সাপ্লাই, ফাস্ট ডেলিভারি, হুসেন এন্টারপ্রাইজ, ক্রসেস এগ্রো, সুফলা মাল্টি প্রোডাক্টস লিমিটেড ও লোয়েড বন্ড লজেস্টিক নামের কয়েকটি রপ্তানিকারক প্রতিষ্ঠান পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামী থেকে সংগ্রহ করে।
উজ্জ্বল হোসেন আরও বলেন, বর্তমান বাজার অবস্থায় বাংলাদেশ থেকে নিয়মিত আলু রফতানি করা গেলে যেমন কৃষক উপকৃত হবে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জন হবে।
এদিকে স্থলবন্দর সূত্রে জানা গেছে, বন্দরটি দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট সুবিধা থাকায় ব্যবসা ও পর্যটনে ব্যাপক সম্ভাবনা তৈরি করেছে স্থলবন্দরটি। স্থলবন্দরটিতে ৯৫ শতাংশই পাথর নির্ভর হলেও বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে ভারত ও নেপালে।
বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।