সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ
ঢাকা : জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে গলা কেটে হত্যার ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
এরই মধ্যে আজিজ সুপার মার্কেটের ১৬টি গেটের মধ্যে ৮টি গেট থেকে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছেন গোয়েন্দারা।এসব ফুটেজের চুলচেরা বিশ্লেষণ চলছে।
গোয়েন্দা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তারা মার্কেটের গাড়ি পার্কিংয়ের স্থানে লাগানো একটি সিসিক্যামেরাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন।নিহত দীপন দুপুরে যখন গাড়ি নিয়ে পার্কিং এলাকায় ঢুকেন, তখন তিন যুবককে তাকে অনুসরণ করতে দেখা গেছে।এই তিনজনের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছে গোয়েন্দা পুলিশ।
৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ