মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০১৫, ১২:১৩:০৭

কফিন মিছিলের ঘোষণা গণজাগরণ মঞ্চের

কফিন মিছিলের ঘোষণা গণজাগরণ মঞ্চের

ঢাকা: প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। সংগঠনটি বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল ও শুক্রবার শাহবাগ এলাকায় সংহতি সমাবেশের ডাক দিয়েছে। অর্ধদিবস হরতাল উপলক্ষ্যে শাহবাগে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার। ইমরান সরকার বলেন, এখন আর শুধু ব্লগার বা প্রকাশক খুন হচ্ছে না, হত্যার শিকার হচ্ছেন সব ধরণের মানুষ। এই আন্দোলন তাই এখন আর শুধু গণজাগরণ মঞ্চের নয়। এ আন্দোলন সকল মানুষের। এই ঘাতকদের হাত থেকে দেশকে রক্ষা করতে তিনি সকল সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। অবিলম্বে দীপনের ঘাতকদের গ্রেপ্তার ও বিচারেরও দাবি জানান ইমরান। এদিকে দীপন হত্যার প্রতিবাদ ও খুনীদের গ্রেপ্তারের দাবিতে গণজাগরণ মঞ্চের ডাকা হরতাল চলছে। অর্ধদিবস হরতাল শুরু হয়েছে আজ সকাল ৬টায়। চলবে দুপুর ১২টা পর্যন্ত। হরতালের কারণে আজকের জেএসসি ও জেডিসি পরীক্ষা সকাল ১০টার পরিবর্তে দুপুর ২টার সময় শুরু হবে। হরতাল উপলক্ষ্যে শাহবাগ চত্বরে অবস্থান নিয়ে সমাবেশ করছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে রাজধানীর অন্যান্য এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় ব্যক্তিগত গাড়িও দেখা গেছে প্রচুর। হরতাল উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা নেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের যানবাহনগুলিও চলাচল করছে না। বায়তুল মোকাররমের উত্তর গেটে গণজাগরণ মঞ্চের কর্মীদের অবস্থানের কারণে পুরানা পল্টনে রাস্তার এক পাশে যান চলাচল বন্ধ রয়েছে। এ দিকে হরতালের সমর্থনে মঙ্গলবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে। ৩ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে