বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ১২:১১:০৪

লুই আইকানের নকশা জমা দেওয়ার নির্দেশ

লুই আইকানের নকশা জমা দেওয়ার নির্দেশ

ঢাকা : স্থপতি লুই আইকানের তৈরি জাতীয় সংসদ ভবনের মূল নকশা তিন মাসের মধ্যে আদালতে জমা দিতে সংসদ সচিবালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বুধবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ নির্দেশ দেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা এ তথ্য নিশ্চিত করে বলেন, স্পিকারের বাসভবন জাতীয় সংসদ ভবনের মূল নকশায় আছে কি না, এ-সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রকল্প নিয়ে আলোচনা হয়। জাতীয় সংসদের স্থপতি লুই কানের মূল নকশা প্রকল্পে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য প্রকল্পটি আটকে যায়। বৈঠকে বলা হয়, মূল নকশাটি যুক্তরাষ্ট্র থেকে আনার পর যাচাই-বাছাই শেষে সচিবালয় স্থানান্তরের প্রকল্পটি আবার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ৪ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে