বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৫:০২:২৬

‘পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ ইসির’

‘পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ ইসির’

নিউজ ডেস্ক : পৌরসভা নির্বাচনের সম্ভাব্য তারিখ জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী। ২০ থেকে ২৪ ডিসেম্বরের যেকোনো দিনে পৌরসভা নির্বাচন হতে পারে। সে অনুযায়ী কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য দেন নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেন, ডিসেম্বরের প্রথমদিকে স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হবে। জানুয়ারিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ নিয়ে ব্যস্ত ইসির কর্মকর্তারা। জানুয়ারিতে শুরু হবে বিশ্ব ইজতেমা। ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা। সব মিলিয়ে ২০ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে ২৪৫টি পৌরসভার ভোটগ্রহণ করা আমাদের জন্য ভালো হবে। এক দিনেই নির্বাচন করা হবে এমন চিন্তাভাবনাই করছে ইসি বলে জানান তিনি। তিনি বলেন, আচরণ বিধিমালা মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সেখানে থেকে এলে চূড়ান্ত দিনক্ষণ ঠিক করবে কমিশন নির্বাচন। স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, দলীয় পরিচয়ে নির্বাচন করতে আগের বিদ্যমান আইন রয়েছে। বর্তমান নির্বাচনের প্রক্রিয়ায় এটি সহজ করা হয়েছে। সেক্ষেত্রে মেয়রদের ক্ষেত্রে ২০০, কাউন্সিলরদের জন্য ৫০ ভোটারের সমর্থনের বিধান রাখা হচ্ছে। জাবেদ আলী বলেন, আশা করছি, নভেম্বরের মাঝামাঝি তফসিল ঘোষণা করা হতে পারে। সংশোধিত বিধিমালা ভেটিংয়ের জন্য পাঠানো হচ্ছে। আজকের মধ্যেই আইন মন্ত্রণালয়ে তা পৌঁছানোর কথা। ৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে