বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ০৫:২১:৫০

হুমকি পেয়ে যা বললেন দীপনের বাবা

হুমকি পেয়ে যা বললেন দীপনের বাবা

নিউজ ডেস্ক : জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনের বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। বুধবার একটি বেসরকারি টেলিভিশনকে এ কথা জানান তিনি। আবুল কাশেম ফজলুল হক জানান, বুধবার সকালে তিনি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেয়ার সময় তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে নানারকম হুমকি দেয়া হয় তাকে। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ওই বেসরকারি টেলিভিশনকে তিনি বলেন, আমি একেবারেই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার ছেলের মতো আমাকেও যেকোনো সময় হত্যা করা হতে পারে। এ কথা আমি দেশের জনগণের উদ্দেশ্যে বলছি। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর বিকেলে রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজের প্রকাশনা সংস্থা জাগৃতির কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে খুন করে দুর্বৃত্তরা। তার লাশ রোববার ময়নাতদন্তের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে