রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৭:০৪:১২

আবারও স্বর্ণের দাম বাড়ছে

আবারও স্বর্ণের দাম বাড়ছে

ঢাকা: এক মাসের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ছে। প্রতি ভরিতে এবার সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। স্বর্ণের নতুন দর আগামীকাল সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে।

আজ রবিবার জুয়েলার্স সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দর বাড়ানোর বিষয়টি জানায়। বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষর করেছেন।

এর আগে ১২ আগস্ট স্বর্ণের দাম ভরিপ্রতি এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়। গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দু’দফা দর বাড়ার পর ৮ মে ভরিপ্রতি এক হাজার ১৬৭ টাকা দাম কমায় সমিতি।

গত ২৮ জুলাই আবার স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়ানো হয়। সর্বশেষ গত ১২ আগস্ট এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ৯৯০ টাকায়। আর সনাতনপদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ৮২৭ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। আগের মতোই প্রতি ভরি রুপা এক হাজার ৫০ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছে জুয়েলার্স সমিতি।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে