ঢাকা: সকাল থেকে টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। বেশিরভাগ সড়কে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে অসহনীয় যানজটের কবলে পড়েছেন নগরবাসী।
সোমবার সাড়ে ছয়টায় মুষলধারে শুরু হয় বৃষ্টি। টানা কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে বেশিরভাগ এলাকায় পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। রাজধানীর ধানমন্ডি, মিরপুর, মৌচাক, শান্তিনগর, মতিঝিলসহ প্রধান সড়কগুলোতে কোথাও কোথাও দেখা যায় হাটু পানি।
জলজটের কারণে রাস্তায় সৃষ্টি হয় যানজট। এতে অফিসগামীদের পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নাকাল হতে হয় দিনের শুরুতেই। সেইসঙ্গে যানবাহন স্বল্পতা এ ভোগান্তির মাত্রা বাড়িয়ে দেয় বহুগুণে।
১১ সেপ্টেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর