বুধবার, ০৪ নভেম্বর, ২০১৫, ১১:৪৫:৪৯

রাজনীতিতে আসছেন জিয়ার চিরকুমার ভাই!

রাজনীতিতে আসছেন জিয়ার চিরকুমার ভাই!

ঢাকা : রাজনীতিতে আসছেন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিরকুমার ভাই আহমেদ কামাল! এ নিয়ে কানাঘুষা চলছে। বলা হচ্ছে, তিনি শিগগিরই নাকি রাজনীতির মাঠে আসছেন। তাকে নিয়ে যে ব্যক্তিকে ঘিরে আলোচিত হচ্ছে তিনি হচ্ছেন শরিফুল আলম ডন বা এস আলম ডন। ডনকে ঘিরে অভিযোগ রয়েছে, তিনি জিয়াউর রহমানের ভাইকে ব্যবহার করে আর্থিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে ফাঁয়দা নেয়ার চেষ্টা করছেন। এমনই আলামত আজ বুধবার পাওয়া যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমাসহ মৃত পিতা-মাতা ও পরিবার বর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে। জিয়াউর রহমানের একমাত্র জীবিত ছোট ভাই আহমেদ কামালের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন তার কথিত ভাতিজা এস ইসলাম ডন। জানা গেছে, এস আলম ডন খালেদা জিয়ার মায়ের এক বোন লিলিমন বিবির দিকের আত্মীয়। তিনি সম্পর্কে খালেদা জিয়ার ভাগনে বলে জানা গেছে। সেই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা থাকার কথা শোনা গেলেও সেখানে যাওয়া তো দূরের কথা দাওয়াত প্রাপ্তির বিষয়টিও স্বীকার করেননি কেউ। তবে অনুষ্ঠানে পাঁচশ’র মতো লোক উপস্থিত হয়েছিল, যাদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। অনুষ্ঠানে আহমেদ কামাল লিখিত বক্তব্যে বলেন, দেশে বর্তমান সরকার যে গণতন্ত্রের কথা বলছে এটা গণতন্ত্র নয়। এখন দেশে এক নায়কতন্ত্র চলছে। সঠিক ও সুষ্ঠু ধারার রাজনীতি ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এই অনুষ্ঠানকে অন্যভাবে না দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। তবে যদি কোনোদিন রাজনীতিতে আসি সবাইকে জানিয়েই আসব। মিলাদ মাহফিল আয়োজন করার পেছনে ছোট একটা তাগিদ বোধ করছিলাম বলেই আজকের অনুষ্ঠান। মিলাদ মাহফিল শেষে ভাতিজা এস ইসলাম ডন বলেন, মামলা-হামলা সরকারি দমন পীড়ন আর যানজটের কারণে অনেকে অনুষ্ঠানে আসতে পারেননি। বিএনিপর ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসতেন যদি তাকে কারাগারে পাঠানো না হতো। ৪ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে