নিউজ ডেস্ক : বাংলাদেশ-মিয়ানমার নোম্যান্সল্যান্ডে ১৮ দিনে শতাধিক রোহিঙ্গা নারী সন্তান প্রসব করেছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে প্রথম মা হওয়ার আনন্দ স্পর্শ করতে পারছে না এই সকল রোহিঙ্গা নারীদের।
একদিকে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে দেশ ছেড়ে পালিয়ে আসার বেদনা, অপরদিকে সন্তান প্রসব যন্ত্রণা। উভয়ের মাঝে অসহায়-অস্থির অবস্থা এসব নারীদের। এসব নারীদের অনেকেই তাদের স্বজনদের চিরতরে হারিয়েছেন। আবার একই সময় সবাই বাড়ি থেকে বের হলেও অনেকেই জানেন না এখন কে কোথায় আছেন।
কোনোরকম চিকিৎসা সহায়তা ছাড়া বাংলাদেশ-মিয়ানমারের নোম্যান্সল্যান্ডে গত ১৮ দিনে শতাধিক নবজাতকের জন্ম হয়েছে। এ ছাড়াও আশ্রয় নেয়া সীমান্তের বিভিন্ন এলাকায় জন্ম হয়েছে অসংখ্য শিশুর। এমনকি পারাপারের সময় নৌ-যানেও অনেকেই সন্তান প্রসব করেছেন। যাদের শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় বলে জানা গেছে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস