বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৫:৩৩:২৩

জীবন ও জানমাল রক্ষায় প্রয়োজনে সন্ত্রাসীদের ওপর গুলি ছোড়ার নির্দেশ

জীবন ও জানমাল রক্ষায় প্রয়োজনে সন্ত্রাসীদের ওপর গুলি ছোড়ার নির্দেশ

ঢাকা: জীবন ও জানমাল রক্ষায় প্রয়োজনে সন্ত্রাসীদের ওপর গুলি ছুড়তে কঠোর ভাবে নির্দেশ দিয়েছে র‌্যাবের মহাপরিচালক ও চট্রগ্রাম পুলিশ কমিশনার। সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এক সদস্য নিহত হওয়ার পর এমন ঘোষণা দেয়া । সন্ত্রাসী যত বড়ই হোক না কেন নিরীহ মানুষকে হত্যা করে, রাষ্ট্রের সাথে যুদ্ধ করে কেউ পার পাবে না বলেও জানান তারা। গাবতলীতে সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার পর থেকেই দেশের চেকপোস্টগুলোতে আরো সতর্কতা জারি করেছে পুলিশ প্রশাসন। সড়ক, মহাসড়কের চেক পোস্টগুলোতে পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে। কিন্তু এরপরও সাভারের চেকপোস্টে ঘটে হামলার ঘটনা। তাই আরো বলেন দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে র‌্যাব ও পুলিশ। র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, 'নিরীহ মানুষ হত্যা করা, সরকারি নিরাপত্তা বাহিনীর উপর হামলা করার মাধ্যমে যারা করার চেষ্টা করছেন তারা জিবনে কিছুই অর্জন করবেন না। মা-বাবা, ভাই-বোনদের অনুরোধ করব যাদের ভাই, যাদের সন্তান, যাদের বাবা এ ধরণের কাজে জড়িত তাদেরকে ফেরত নিয়ে আসবেন। রাষ্ট্রের শক্তির সঙ্গে এই সমস্ত কাজ করে পার পাওয়া যাবে না।' সিএমপি কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, 'কখনই আমরা সন্ত্রাসীদের গুলিতে আহত বা নিহত হতে চাই না। আমার নির্দেশনা একই থাকবে যে, আহত কিংবা নিহত হওয়ার আগেই পুলিশের গুলিটা যেন সন্ত্রাসীর গায়ে বিদ্ধ হয়।' আর যারা পুলিশকে হত্যা করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা । সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের শিগগিরই রুখে দেয়ারও আশ্বাস দিয়েছেন এই দুই কর্মকর্তা। ৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে