বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৮:৫৯:৪৬

কাইয়ুম কমিশনারের ভাইসহ আটক ৩

কাইয়ুম কমিশনারের ভাইসহ আটক ৩

ঢাকা : সিজারি তাভেল্লা হত্যার ঘটনায় আলোচিত বড় ভাই ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বাড্ডার সাবেক ওয়ার্ড কমিশনার আবদুল কাইয়ুমের ছোট ভাই এমএ মতিনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ- ডিবি। ওই হত্যাকাণ্ডের পর টুইট ও ব্লগিংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ ছাড়াও দুজনকে আটক করেছে আইনশৃংখলা বাহিনী। ডিবির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম রাত পৌনে গভীর রাতে এ তথ্য জানান। তিনি জানান, রাত পৌনে ১২টায় বেনাপোলের একটি বাস কাউন্টারের সামনে থেকে এমএ মতিনকে আটক করে ডিবির একটি টিম। রাতেই এমএ মতিনকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন ডিবির সদস্যরা। এমএ মতিন শ্বেতাঙ্গ বিদেশী হত্যার জন্য হত্যাকারীদের নির্দেশ দিয়েছিলেন বলে আদালতে দেয়া স্বীকারোক্তিতে জানিয়েছেন দুই আসামি শুটার রুবেল ও কালা রাসেল। এর আগে আটক মোহাম্মদ নাঈম ও মো. আলাউদ্দিন একটি গ্র“প অব কোম্পানির কর্মচারী। ইতালি নাগরিক খুনের দশ মিনিটের মধ্যেই এরা নিজেদের গুলশানের অফিস থেকে টুইট বার্তা আপলোড করে।আইনশৃংখলা বাহিনীর হাতে এ দুজনের আটকের বিষয়টি একটি ছায়া তদন্তকারী সংস্থা নিশ্চিত করে। সূত্র জানায়, নাঈমকে গাজীপুরের টঙ্গীর গির্জা রোড (পাগাড়) ঝিনু মাকের্ট এলাকা থেকে আটক করা হয়। আর আলাউদ্দিনকে গুলশানে ৪৪ নম্বর রোডের ওই গ্র“প অব কোম্পানির সামনে থেকেই আটক করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। নাঈম ও আলাউদ্দিন তাভেল্লা খুনের পরপরই ফরিদ ও মারুফ ছদ্মনাম দিয়ে ব্লগিং শুরু করে। তারা সামাজিক যোগাযোগ মাধমে তাভেল্লা খুনের ঘটনা প্রচার করে। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে