বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৯:২৩:০৮

পৃথক বন্দুকযুদ্ধে তিনজন নিহত

পৃথক বন্দুকযুদ্ধে তিনজন নিহত

নিউজ ডেস্ক : যশোর, মুন্সীগঞ্জ ও রাজবাড়ীতে পৃথক বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। নিহতরা হলেন- ইলিয়াস মৃধা, সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৫)ও পিচ্চি শাহিন (৩০)। জানা গেছে, বেনাপোলে পুলিশের হেফাজত থেকে পলাতক আসামি ইলিয়াস মৃধা পুলিশের সঙ্গেই কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।বুধবার দিবাগত রাতে বেনাপোলের পুটখালী সীমান্তে এই বন্দুকযুদ্ধ হয়। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এদিকে, মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার কাঠাদিয়া ঈদগাঁ এলাকায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সেন্টু ওরফে পিচ্চি সেন্টু (৩৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। তিনি টঙ্গিবাড়ীর সোনারং গ্রামের মৃত জয়নাল বেপারীর ছেলে। পুলিশের দাবি, নিহত সন্ত্রাসী দলের সদস্য। সন্ত্রাসীদের হামলায় পুলিশের এসআই মো. জসিমউদ্দিন, কনস্টেবল মিজান ও দেলোয়ার আহত হয়েছেন। তাদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে রাজবাড়ীতে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পিচ্চি শাহিন (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে ৩টায় রাজবাড়ী সদর উপজেলার আলীপুরে এ ঘটনা ঘটে। নিহত শাহিন সদরের খানখানাপুর এলাকার জয়নাল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন। ৫ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে