বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ০৫:৪৫:২১

আক্রান্ত হলেই গুলি : পুলিশ কমিশনার

আক্রান্ত হলেই গুলি : পুলিশ কমিশনার

ঢাকা : বিভিন্ন তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে আক্রান্ত হলেই পুলিশ সদস্যদের গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য তাদের পূর্ব অনুমতি লাগবে না। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত ডিএমপির বিভিন্ন জোনের উপ-কমিশনার (ডিসি) ও অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে এ নির্দেশ দেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। একইসঙ্গে চেকপোস্ট বসানোর সময় অন্তত একটি অস্ত্রের চেম্বারে গুলিভর্তি রাখতে বলেছেন তিনি। নিরাপত্তা জোরদার করতে নজরদারি বাড়াতেও বলা হয়েছে। তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট পড়তে বলা হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জাহাঙ্গীর আলম সরকার গণমাধ্যমকে বলেন, অফিসিয়ালি এ ধরনের নির্দেশনা জারি করা হয়নি। তবে আন-অফিসিয়ালি পুলিশ সদস্যদের সতর্ক করা হয়েছে। পুলিশের ওপর হামলা হলে প্রাণরক্ষার্থে গুলি চালাতে পারেন। সে ক্ষেত্রে অনুমতি লাগবে না। প্রসঙ্গত, ২২ অক্টোবর রাজধানীর গাবতলীতে চেকপোস্টে সন্ত্রাসীদের চুরিকাঘাতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইব্রাহিম নিহত হন। এর ১৩ দিনের মাথায় ৪ নভেম্বর সাভারের আশুলিয়ায় একইভাবে চেকপোস্টে পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এতে কনস্টেবল মুকুল হোসেন নিহত হন। আহত হন নূরে আলম নামে এক পুলিশ সদস্য। এরপরই ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশকে সতর্ক করেছে পুলিশ সদর দফতর। ৫ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে