বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ১০:০৪:৪৪

ছাত্রী উত্যক্তের জেরে পরীক্ষার হলে ছাত্রলীগের হামলা

ছাত্রী উত্যক্তের জেরে পরীক্ষার হলে ছাত্রলীগের হামলা

ঢাকা: এক ছাত্রীকে উত্যক্তের জের ধরে রাজধানীর তিতুমীর কলেজে একটি পরীক্ষার হলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে কলেজের বাংলা বিভাগে টেস্ট পরীক্ষা চলাকালে বিভাগের ৩০৫ নম্বর কক্ষে এ হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় জাহিদুল ইসলাম, আল-আমিন, জুয়েল রানাসহ বাংলা বিভাগের চতুর্থ বর্ষের অন্তত ৫ জন ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে জাহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ঢাকা মেডিক্যাল কজেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বুধবার সকালে পরীক্ষার হলে এসে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নজরুল ও দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র কামরুল বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে উত্যোক্ত করে। দ্বিতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা এক সঙ্গে হওয়ার কারণে বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্ররা তাদের বের করে দেয়। পরে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা চলাকালীন সময়ে নজরুল ও কামরুল এসে দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর নম্বর চায়। এসময় ওই ছাত্রীর পাশে বসা বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম তাদের বলে, এখন পরীক্ষা চলে তোমরা পরে এসো। এখন যাও। এসময় নজরুল ও কামরুলের সঙ্গে ১০/১২ জন গালি দিতে দিতে পরীক্ষা হলে ঢুকে পড়ে। পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত শিক্ষিকা আফরোজা খাতুনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ভেতরে গিয়ে পিটিয়ে আহত করে জাহিদুল, আল-আমিন, জুয়েলসহ আরও অনেককে। এসময় বিভাগীয় চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে তারা হামলাকারিরা কেটে পড়ে। পরে নিচে গিয়ে আবারও জড়ো হয় তারা। পরীক্ষা শেষে দ্বিতীয় দফায় হামলা করে। খোজ নিয়ে জানা যায়, নজরুল ও কামরুল কলেজের আক্কাসুর রহমান আখি ছাত্রাবাসের আবাসিক ছাত্র। তারা ছাত্রলীগের গোপালগঞ্জ গ্রুপের ছাত্র বলে পরিচিত। যোগাযোগ করা হলে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. সেলিম উদ্দিন আকন্দ জানান, প্রথমে যখন ঘটনা ঘটে। তখন আমি এগিয়ে আসলে সবাই বলে কিছু না। নিজেরা নিজেদের মধ্যে একটু ঝগড়া হয়েছে। পরে নিচে হামলা হলে কলেজের প্রিন্সিপালকে বিষয়টি জানানো হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দিয়েছেন। পরে পুলিশ এসেছে। ক্যাম্পাসে এখনও পুলিশ মোতায়েন রয়েছে। তিনি বলেন, এবিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।-কালের কণ্ঠ ০৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে