বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০১৫, ১০:১৯:৩৮

কর্মীর তুলনায় ভাই সৃষ্টি করেছি বেশি: শামিম ওসমান

কর্মীর তুলনায় ভাই সৃষ্টি করেছি বেশি: শামিম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি খুব লাকি যে, আমার জীবনে কর্মী সৃষ্টি করেছি খুব কম, ভাই সৃষ্টি করেছি বেশি।’ কর্মীদের ব্যাপারে কোনো আপস করেন না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমি সব ব্যাপারে স্যাকরিফাইস করবো, কিন্তু আমার দলের কর্মীদের ব্যাপারে কখনো আপোষ করিনাই, করিনা এবং করবোও না। কর্মীদের প্রতি দায়িত্ববোধের প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘যারা কর্মীদের ভুলে যায়, তারা রাজনৈতিক নেতা নন, তারা অসৎ নেতা। বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া বালুর মাঠে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের প্রয়াত সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের কুলখানি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন । আন্দোলনের স্মৃতিচারণ করে শামীম ওসমান বলেন, ‘একটা সময় ছিল যখন কথায় কথায় আমাদের ওপর হামলা করা হতো। কথায় কাথায় আমাদের মারা হতো। সেই সময় আমরা ক’জন এসব হামলার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম। আমরা কয়েকজন মিলে জিয়াউর রহমানের গাড়িও আটকে দিয়েছিলাম। একটা সময় ছিল যখন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অসংখ্য মামলার আসামি হতাম।’ এ প্রসঙ্গে শামীম ওসমান আরো বলেন, ‘বিএনপির অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আমরা মিছিল করলে ওসিকে আমাদের আটক করতে নির্দেশ দেয়া হতো। তবুও আমরা লাল, মাকসুদ, সারোয়াররা রাজপথ ছেড়ে যাইনি। আমি খুব লাকি যে আমার জীবনে আমি কর্মী সৃষ্টি করেছি খুব কম, ভাই সৃষ্টি করেছি বেশি।’ ০৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে