বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩৭:৫০

রোহিঙ্গাদের বিদেশি ত্রাণে এগিয়ে ভারতের অপারেশন ইনসানিয়াত

রোহিঙ্গাদের বিদেশি ত্রাণে এগিয়ে ভারতের অপারেশন ইনসানিয়াত

বিশ্বজিৎ দত্ত : রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় বিদেশি রাষ্ট্রগুলোর মধ্যে ভারতই সবচেয়ে বেশি ত্রাণ দিয়েছে। এরপরে রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় দিয়েছে তুরস্ক ও ইরান। ভারত গতকাল পর্যন্ত রোহিঙ্গাদের ত্রাণ দিয়েছে ৫৩ টন। অন্যদিকে তুরস্ক ত্রাণ দিয়েছে ৫০ টন ও ইরান দিয়েছে ৪৮ টন।

চট্টগ্রাম বিভাগ কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, ভারত জরুরি সাহায্য হিসাবে দুটি বিমানে ৫৩ টন ত্রাণ পাঠায়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এই ত্রাণ গ্রহণ করেন। ভারতের ত্রাণের মধ্যে রয়েছে- চাল, চিনি, লবণ, বিস্কুট, গুড়ো দুধ, সাবান ও মশার কয়েল। বিদেশি রাষ্ট্রের মধ্যে সবার আগে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠায় তুরস্ক। তাদের ত্রাণের মধ্যে রয়েছে ৩৫ টন চাল, চিনি ৬ টন, মুশুরির ডাল ৬ টন। ইরান পাঠিয়েছে ৪৮ টন ত্রাণ, এরমধ্যে রয়েছে তাঁবু ও কম্বল, চিনি ও আটা। ইন্দোনেশিয়া ত্রাণ দিয়েছে ১৭ টন। তাদের ত্রাণের মধ্যে রয়েছে সাড়ে ৪ টন তাঁবু, চাল ১০ টন, আড়াই টন কম্বল ও ১ টন চিনি। মরোক্কো ত্রাণ দিয়েছে ১৪ টন, তারমধ্যে চাল ৪ টন, অন্যগুলো বেবি ফুড ও ওষুধ। মালয়েশিয়া ত্রাণ দিয়েছে ১২ টন। এরমধ্যে রয়েছে চাল, বেবি ফুড, বিস্কুট ও তাঁবু। তবে এদেশগুলোর ভবিষ্যৎ ত্রাণ সহায়তার দিক থেকেও ভারত এগিয়ে রয়েছে। তুরস্কোর প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম খলিল গতকাল ঘোষণা দিয়েছেন, মিয়ানমার ও বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য ১ হাজার টন ত্রাণ তুরস্ক পাঠাবে। অন্যদিকে ভারত শুধুমাত্র বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে ৭ হাজার টন ত্রাণের। এর বাইরে বিভিন্ন রাষ্ট্র ও জাতিসংঘের তরফ থেকে রোহিঙ্গাদের জন্য বিভিন্ন ধরণের আর্থিক ও ত্রাণ সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। আর্থিক সহায়তা সবচেয়ে বেশি করার ঘোষণা দিয়েছে জার্মানি। তাদের আর্থিক সহয়তার পরিমাণ প্রায় দেড় বিলিয়ন ডলার।

এছাড়াও তাৎক্ষণিকভাবে জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা ত্রাণ বিতরণ করছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর উপজেলার ইউএনও। তবে ভারতের শিখদের একটি সংগঠন তাৎক্ষণিক সবচেয়ে বেশি ত্রাণ ও খাবার বিতরণ করেছে বলে জানা যায়। সম্পাদনা : গিয়াস উদ্দিন আহমেদ
-আমাদের সময়
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে