শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ১১:৩০:১৮

বিমানের সিট কভারে ১৪ কেজি সোনা

বিমানের সিট কভারে ১৪ কেজি সোনা

ঢাকা : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমসের প্রিভেন্টিভ দলের সদস্যরা থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর বিমানের সিট কভারের নিচ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়। কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান জানান, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে আসা আরএক্স ৭৮৩ ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে সকাল আটটা ১৬ মিনিটে। ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে ওই বিমানের সিট কভারের নিচ থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করা হয়। তিনি জানান, উদ্ধার হওয়া সোনার মূল্য সাড়ে ৭ কোটি টাকা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে