ঢাকা : আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে মেডিক্যাল কলেজের ভর্তি পরীক্ষা। আগের বছরগুলোতে ১৫ মিনিট পরও পরীক্ষার হলে প্রবেশ করার সুযোগ থাকতো কিন্তু এবার আর সেই সুযোগ নেই। এ জরুরি নোটিস দিয়েছে কর্তৃপক্ষ।
ঠিক ১০টায় পরীক্ষা কেন্দ্রের মেইন গেইট বন্ধ করে দেয়া হবে। কোনো কারণে কেউ এক মিনিট দেরি করলে তার আর পরীক্ষা দেয়া হবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা-পূর্ববর্তী একটি আলোচনায় এ কঠোর সিদ্ধান্তের কথা জানান কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পরীক্ষার্থীদের প্রবেশের জন্য সকাল ৯টা থেকে পরীক্ষা কেন্দ্র খোলা থাকবে।
১৭ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম