নিউজ ডেস্ক : নিখোঁজের ২৬ দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থেকে সাংবাদিক উৎপল দাসকে পাওয়া গেছে। বর্তমানে তিনি মির্জাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বরেণ্য সাংবাদিক পীর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর মতিঝিল থানা পুলিশ জানিয়েছে উৎপলকে টাঙ্গাইলের মির্জাপুরে পাওয়া গেছে। বর্তমানে সে মির্জাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের তরফে এ খবর পাওয়ার পর আমাদের টাঙ্গাইল প্রতিনিধিকে মির্জাপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলে অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন তিনি। ওই দিন থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
উৎপল দাস (২৯) নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকার চিত্ত দাসের পুত্র। তিনি রাজধানীর ফকিরাপুল এক নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন।
এমটিনিউজ/এসবি