নিউজ ডেস্ক : সাংবাদিক উৎপল দাসের খোঁজ মিলেছে বলে রোববার সন্ধ্যায় সরগরম হয় সামাজিক মাধ্যম। পত্রিকাটির সম্পাদকের বরাত দিয়ে কয়েকটি সংবাদমাধ্যম তাৎক্ষণিক সংবাদও প্রকাশ করে।
সন্ধ্যার একটু আগে আগে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে পীর হাবিবের বরাত দিয়ে বলা হয়, উৎপলকে পাওয়া গেছে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক পেশাদার সাংবাদিক পীর হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে সন্ধ্যার পর পীর হাবিব তার ফেসবুক স্ট্যাটাসে জানান, মতিঝিল থানার আইও রাববানী ফোন করে বললেন উৎপলকে পাওয়া গেছে, মির্জাপুর হাসপাতালে লোক পাঠান! সবখানে খবর যাবার পর এখন বলছেন সত্য নয়!
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘আমরা মির্জাপুরের প্রায় সব হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ নিয়েছি। তাকে পাওয়া যায়নি, এখনো তার কোনো খোঁজ মেলেনি। তবে আমরা তার সন্ধান পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উৎপলের বাবা চিত্ত রঞ্জন দাস বলেন, ‘আমার ছেলে উৎপলের খোঁজ পাওয়ার বিষয়ে পুলিশ আমাদের কিছু জানায়নি। আমরা বিভিন্ন টিভি চ্যানেলে তার খোজ পাওয়ার বিষয়টি দেখতে পাই। তবে এখনো আমরা কোনো সঠিক তথ্য পাইনি।’
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাজধানীর মতিঝিলে অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছেন তিনি। ওই দিন থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে।
উৎপল দাস (২৯) নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকার চিত্ত দাসের পুত্র। তিনি রাজধানীর ফকিরাপুল এক নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন।
এমটিনিউজ/এসএস