নিউজ ডেস্ক : মন্ত্রিসভা ২০১৮ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। আগামী বছর মোট সরকারি ছুটি ২২ দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এছাড়া মন্ত্রিসভা প্রবাসী কল্যাণ বোর্ড আইন ২০১৭ এর খসড়ার অনুমোদন দিয়েছে। বৈঠকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড নথিতে অন্তর্ভূক্ত হওয়ায় এবং ফোর্বস ম্যাগাজিনের জরিপে বিশ্বের ক্ষমতাধর নারী হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়।
এছাড়া পায়রা বন্দরে যৌথ মালিকানায় নির্মিতব্য ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাবিদ্যুৎকেন্দ্র পরিচালনার নীতিমালার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সভাশেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের জানান, ২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন। এরমধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ৮ দিন। সাধারণ ছুটির মধ্যে চারদিন শুক্র-শনি ও নির্বাহী আদেশে সরকারি ছুটিতে তিনদিন পড়েছে শুক্র-শনিবার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস