নিউজ ডেস্ক : সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০১৮ সালের অফিসার ক্যাডেট ব্যাচের লোকবল নিয়োগ দেয়া হবে। এবারের প্রক্রিয়ায় ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামি ১০ ডিসেম্বর পর্যন্ত। আবেদনের বিভিন্ন তথ্য নিয়ে লিখেছেন মাহবুব শরীফ
বর্তমান সময়ে তরুণদের চাকরির পছন্দের তালিকায় প্রথম সারিতে রয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর নাম। দেশ সেবার সুযোগ, সম্মানজনক পেশা এবং রোমাঞ্চকর জীবন, এসবই একসঙ্গে পাওয়া সম্ভব এখানে। আর তাই সাগরের নীল জলরাশির হাতছানিতে সাড়া দিয়ে বর্তমানে অনেক তরুণই নৌবাহিনীতে ক্যারিয়ার গড়তে আগ্রহী হচ্ছেন। বাংলাদেশ নৌবাহিনীতে প্রতি বছরই নিয়োগ হয়ে থাকে। সমপ্রতি ২০১৮‘বি’ অফিসার ক্যাডেট ব্যাচের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী।আবেদনের সুযোগ রয়েছে পুুরুষ ও মহিলা উভয়েরই। তবে হতে হবে অবিবাহিত।
আবেদনের যোগ্যতা
এবারের নিয়োগের উল্লিখিত পদে আবেদনের জন্য আবেদনকারীকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় দুটিতে আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড ও দুটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অবশ্যই থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত এই দুটি বিষয় থাকতে হবে। শুধুমাত্র সরবরাহ শাখায় আবেদনের জন্য আবেদনকারীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে কমপক্ষে জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় হিসাববিজ্ঞান ও ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে জিপিএ কমপক্ষে ৪.০০ থাকতে হবে। এবারের প্রক্রিয়ায় ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
শারিরীক যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে।
বয়সসীমা
আবেদনের জন্য আগামী ১ জুলাই ২০১৮ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৬.৫ বছর থেকে ২১ বছরের মধ্যে, তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
আবেদন পদ্ধতি
বর্তমানে প্রায় সকল নিয়োগেই অনলাইনের মাধ্যমে এবং সরাসরি আবেদন এই দুই প্রক্রিয়ায় আবেদন করা যায়।। অনলাইনে আবেদনের জন্য www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনানুযায়ী আবেদন করতে হবে। অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে আবেদন ফি। এছাড়াও, ম্যানুয়ালি ফরম পূরণের ক্ষেত্রে যেকোনো ব্যাংক থেকে ‘বিএন রিক্রুটমেন্ট ফান্ড’ ট্রাস্ট ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল ব্রাঞ্চ, ঢাকা’র অনুকূলে ৭০০ টাকার পে-অর্ডার/মানি রিসিপ্ট সংগ্রহ করে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
যে কাগজপত্র লাগবে
ম্যানুয়ালি পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে সংযুক্তি হিসেবে দিতে হবে বিজ্ঞপ্তি উল্লিখিত কাগজপত্র। নির্দেশনানুযায়ী পূরণকৃত আবেদনপত্রটি নৌ সদরে পাঠাতে হবে। প্রয়োজনীয় কগজপত্রের ফটোকপিসহ কাগজপত্রের আসল কপি প্রাথমিক সাক্ষাত্কারের সময় সঙ্গে আনতে হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ফরমের প্রিন্ট কপির সঙ্গে কাগজপত্র সংযোজন করে প্রাথমিক সাক্ষাত্কারের সময় জমা দিতে হবে। লাগবে ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশিটের কপি, ইউপি চেয়ারম্যান/ পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া নাগরিকত্বের সনদ ও প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দেওয়া চারিত্রিক সনদপত্রের কপি ও ব্যাংক পে-অর্ডার।
পরীক্ষার ধরন
আবেদনকারীকে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে নেয়া হবে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাত্কার। প্রাথমিক সাক্ষাত্কার শেয়ে উত্তীর্ণরা বসবে বুদ্ধিমত্তা, ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে উল্লিখিত কেন্দ্রে লিখিত পরীক্ষায়। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এছাড়াও নির্দিষ্ট বিষয়ের ওপর বাংলা ও ইংরেজিতে দলগত আলোচনা, বক্তৃতা, শারীরিক সামর্থের পরীক্ষায়। দলগত পরীক্ষার জন্য সাত-আটজনকে নিয়ে গঠন করা হয় আলাদা দল। যাচাই করা হয় দলগত কাজের ক্ষমতা ও শারীরিক দক্ষতা। দলগত আলোচনা পর্বে বাংলা ও ইংরেজিতে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর আলোচনা করতে হয়। একটি দলকে চারটি বাধা পর্যায়ক্রমে পার হয়ে এগিয়ে যেতে হয় প্রগ্রেসিভ গ্রপ টাস্ক পর্বে। অর্ধ দলগত কাজ (এইচজিটি) গঠিত হয় তিন-চারজন প্রার্থীকে নিয়ে। এখানে একটি বাধা অতিক্রম করতে হয়। প্রার্থীদের ইংরেজিতে উপস্থিত বক্তৃতায় অংশ নিতে হয়। অংশ নিতে হয় আটটি শারীরিক পরীক্ষায়। এগুলো হলো দীর্ঘ লাফ, জিগজ্যাগ, ওয়াল জাম্প, উচ্চ লাফ, বার্মা সেতু, টারজান সুইং, রশি আরোহণ ও ঝুলন্ত কাঠের গুঁড়ি। এছাড়াওপ্রার্থীর সাহস, আত্মবিশ্বাস, তাত্ক্ষণিক বুদ্ধি ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করা হয় এতে। চার দিনের পরীক্ষার শেষের দিন বিকেলে জানিয়ে দেয়া হবে ফলাফল।
প্রশিক্ষণ ও কমিশন
বিজ্ঞপ্তি অনুযায়ী চূড়ান্তভাবে বাছাইকৃতরা প্রথমে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ২৪ মাস ও মিডশিপম্যান হিসেবে ১২ মাস প্রশিক্ষণসহ তিন বছরমেয়াদি প্রশিক্ষণ নেবেন। এরপর তাঁদের নৌবাহিনীতে সাব-লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
অফিসার ক্যাডেটরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা পাবেন। মেধাবী ক্যাডেট ও অফিসাররা বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাবেন। রয়েছে বাসস্থান, চিকিত্সা, জাতিসংঘ শান্তি মিশনে যোগদানসহ অনেক সুযোগ-সুবিধা।
বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নৌবাহিনীর www.joinnavy.mil.bd ওয়েবসাইট ও http://bit.ly/2yYr3mE ওয়েবলিংকে।
এমটিনিউজ২৪/এইচএস/কেএস