নিউজ ডেস্ক : সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাত বছরের কারাদণ্ড কমিয়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে তার স্ত্রী সিগমা হুদাকে এ মামলায় দেয়া তিন বছরের কারাদণ্ডের মধ্যে যে পরিমাণ সাজা তিনি খেটেছেন, তাই শাস্তি হিসেবে গণ্য করা হবে বলে আদেশে বলা হয়। রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছানোর দিন থেকে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতে নির্দেশ দেয়া হয়া হয়েছে।
বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে হুদা দম্পতির করা আপিলের ওপর পুন:শুনানি শেষে আজ বুধবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চ হুদা দম্পতিকে খালাস দিলেও আপিল বিভাগ ওই রায় বাতিল করে এটি হাইকোর্টে পুন:শুনানিতে পাঠায়। বিচারিক আদালত এ মামলায় নাজমুল হুদাকে আড়াই কোটি টাকা জরিমানা করেছিল।
এমটিনিউজ/এসএস