বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০১৫, ০১:২৮:২০

সেনার ওপর হামলা ভালো লক্ষণ নয়: খসরু

সেনার ওপর হামলা ভালো লক্ষণ নয়: খসরু

ঢাকা: অব্যাহতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহনীর ওপর হামলা ভালো লক্ষণ নয় বলেন, সাবেক আইনমন্ত্রী ও সরকার দলীয় এমপি এডভোকেট আব্দুল মতিন খসরু। তিনি বলেন এ বিষটি সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তা না হলে সামনে সরকারকে অনেক বিপদে পরতে হবে। বুধবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব বলেন। সেনানিবাস এলাকায় মিলিটারি পুলিশের ওপর হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, যারা আমাদের নিরাপত্তা দেবে, তাদেরই যদি নিরাপত্তা না থাকে, তবে জনগণের নিরাপত্তা দেবে কীভাবে? তিনি বলেন, সেনানিবাস এলাকায় দুস্কৃতিকারীরা মিলিটারি পুলিশের ওপর হামলার দুঃসাহস কীভাবে পেল? তারা পুলিশের ওপর হামলা করছে, পুলিশ মারছে। আবার মিলিটারি পুলিশের ওপর হামলা হলো, এটা ভাল লক্ষণ নয়। আব্দুল মতিন খসরু হামলার বর্ণনা দিয়ে বলেন, কেন তারা এটা করছে? সমস্ত গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বের করতে হবে। এই শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ১২ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে