সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭, ০৫:৫১:০৩

পিলখানা হত্যা মামলা : ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল

পিলখানা হত্যা মামলা : ১৩৯ জনের মৃত্যুদণ্ড বহাল

নিউজ ডেস্ক : পিলখানা হত্যা মামলায় ১৩৯ জন আসামীর মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ৪ জনকে খালাস ও ৮ জনের যাবজ্জীবন কারাদেণ্ডের রায় দিয়েছেন।

এছাড়া যাবজ্জীবন পাওয়া ১৬০ জনের মধ্যে ১৪৮ জনের সাজা বহাল ও ১২ জনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ এই রায় দেন।

বেলা ১১ টার একটু আগে দ্বিতীয় দিনের মতো রায় পড়া শুরু করেন। দুপুর ১২ টা ৪০ মিনিটে রায়ের পর্যবেক্ষণ পড়া শেষ করে বিরতিতে যান।

পরে দুপুর ২টা ৩৬ মিনিটে আবারও রায় পড়া শুরু করেন। রায়ের পর্যবেক্ষণে বিচারপতি নজরুল ইসলম তালুকদার বলেন, রাজনৈতিক অস্থিতিশিলতা সৃষ্টি করে দেশের গণতন্ত্র ধ্বংস করাই ছিল বিডিআর বিদ্রোহের মূল উদ্দেশ্য।

বিডিআর বিদ্রোহের ঘটনায় ভেতরে ও বাইরে ষড়যন্ত্র থাকতে পারে বলেও উল্লেখ করা হয়। উল্লেখ্য ২০০৯ সালের ফেব্রুয়ারিতে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ জন সেনা কর্মকর্তা নিহত হন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে