বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭, ১২:৪১:৫৪

দক্ষিণ সিটি করপোরেশনে বিলবোর্ডে ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি মেয়র হানিফ’

দক্ষিণ সিটি করপোরেশনে বিলবোর্ডে ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি মেয়র হানিফ’

নিউজ ডেস্ক : ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র মোহাম্মদ হানিফের ১১তম মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এলইডি বিলবোর্ডে নানা ধরনের শ্রদ্ধার্ঘ্য ডিসপ্লের ব্যবস্থা করা হয়েছে।

এতে লেখা আছে ‘স্বাধীন বাংলাদেশের স্থপতি মেয়র মোহাম্মদ হানিফ বিনম্র শ্রদ্ধাঞ্জলি'।  দক্ষিণ সিটি করপোরেশনের সৌজন্যে এলইডি বিলবোর্ডগুলো লাগানো হয়েছে। বিলবোর্ডের এই শ্রদ্ধার্ঘ্যের ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। মঙ্গলবার সকালে নগরীর হেয়ার রোডসহ বিভিন্ন এলাকায় এমন এলইডি বোর্ড দেখা গেছে।

বিষয়টি ভুলবশত হয়েছে বলে দাবি করেছেন দক্ষিণ সিটি করপোরেশন। এ বিষয়ে জানতে চাইলে বিলবোর্ডের দায়িত্বে থাকা ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদারবলেন, ‘ভুলবশত হয়ে থাকতে পারে। আমি নির্দেশ দিচ্ছি দ্রুত ঠিক করে দিতে। আর যারা এ কাজ করেছে তাদের শাস্তি হবে।’

এ বিষয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘বাংলাদেশের স্থপতি একজনই। তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার পরের পর্যায়ে যারা আছেন, তাদের মধ্যে মেয়র হানিফ পড়েন না। তিনি বঙ্গবন্ধুর খুব কাছের লোক ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার যথেষ্ট অবদান ছিল। কিন্তু তাই বলে তাকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা যাবে না। এ ধরনের লেখা হলে তা হবে ইতিহাস বিকৃতির সামিল। ইচ্ছা করে তো আর কেউ এমন ভুল করতে পারেন না। হয়তো কেউ ভুলবশত করেছেন এটা।’

এ বিষয়ে জানতে মেয়র মোহাম্মদ হানিফের পুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বেশ কয়েকবার ফোন করলেও পাওয়া যায়নি।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে