নিউজ ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে চিকিৎসকেরা তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র (ভেনটিলেশন যন্ত্র) খুলে নেন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। বৃহস্পতিবার রাতে মেয়রের পারিবারিক সূত্রে এসব তথ্য জানা গেছে। পারিবারিক ওই সূত্র জানায়, আগামী শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে আনিসুল হকের মরদেহ ঢাকায় আনা হবে।
বিমানবন্দর থেকে মরদেহ তার বাসায় নেওয়া হবে। ওই দিন বাদ আসর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। যুক্তরাজ্যের একটি হাসপাতালে মেয়র আনিসুল হক চিকিৎসাধীন ছিলেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন ছিলেন।
গত মঙ্গলবার যুক্তরাজ্যে চিকিৎসাধীন আনিসুল হকের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আনিসুল হকের স্ত্রী রুবানা হক তার জন্য দোয়া চেয়েছিলেন। প্রায় সাড়ে তিন মাস ধরে অসুস্থ ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
গত মঙ্গলবার তিনি ফের অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে নেয়া হয়। এর আগে নাতির জন্ম উপলক্ষে গত ২৯শে জুলাই সপরিবারে লন্ডনে যান আনিসুল হক ও রুবানা হক। সেখানে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক।
গত ৪ আগস্ট অসুস্থ বোধ করায় লন্ডনের একটি হাসপাতালে গেলে সেখানে পরীক্ষা চলার মধ্যেই জ্ঞান হারান তিনি। পরে তার মস্তিষ্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।
এরপর ওই হাসপাতালে তাকে ভর্তি করে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তবে অবস্থার উন্নতি হওয়ায় গত ৩১ অক্টোবর আইসিইউ থেকে রিহ্যাবিলিটেশনে স্থানান্তর করা হয়। তারও এক মাস পর অসুস্থ হয়ে পড়লে আবারও তাকে আইসিইউতে নেওয়া হয়।
এমটিনিউজ/এসএস