ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক ছায়া নেমে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মেয়র আনিসের মৃত্যুর পর থেকে সেলিব্রেটি থেকে সাংবাদিকসহ সাধারণ মানুষও তাকে স্মরণ করেন। এখন ফেসবুক জুড়ে শুধুই মেয়র আনিসুল হক।
সাংবাদিক পীর হাবিব লেখেন, আনিস ভাই চলেই গেলেন! ভালোবাসা অনেক ভালোবাসা আনিস ভাই। কত আড্ডা কত সৃতির পাখি উড়ে যায় আজ। কতো তাজাইনা জীবন আপনার! সব শেষ হয়ে যায় এভাবে! কেবল কান্না আসে আমার। আল্লাহ মহান। বেহেসতের দরোজা খুলে দিন।
অভিনেত্রী শাহানাজ খুশি লেখেন, স্যার ,জানুয়ারী মাসে আপনার হাত থেকে যখন Rtv এওয়ার্ড নিলাম সেদিন কল্পনাও করিনি এটা একটা বেদনার স্মৃতি হয়ে যাবে!!! আপনাকে বড্ড বেশী প্রয়োজন ছিল আমাদের সবার! ভাবতে পারছি না...
অভিনেতা চঞ্চল চৌধুরি লেখেন, আনিস ভাই। মেনে নেওয়া সত্যি কঠিন। এভাবে চলে যাওয়া? কিছু বলার ভাষা নেই। হে মানুষ...চিরশান্তিতে ঘুমান.......শুধুই শ্রদ্ধা।
ব্লগার ওমি রহমান পিয়াল লেখেন, বিদায় আনিসুল হক! আপনি যে যুদ্ধটা শুরু করেছিলেন, তা শেষ করার কেউ হয়তো রইলো না।
দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী লেখেন, আনিসুলের মত অসাধারণ জনমোহনীয় বিরল ব্যক্তিত্বের জুড়ি ছিল না এ দেশে । জাতির হৃদয় বিচূর্ণ করে চলে যাওয়া মেনে নিতে পারে কোন পাষান হৃদয়।
নিঝুম চৌধুরী লেখেন, রাজনীতির হাজারো মারপ্যাঁচে হাজারো সমস্যার ভিড়ে ঢাকা উত্তর সিটিবাসী এক অনন্য অভিভাবক পেয়েছিলো।যিনি দলমত নির্বিশেষে সর্বসাধারণের জন্য নিবেদিত হয়ে উঠেছিলেন কিন্তু আজকে সর্বসাধারন তাকেই হারিয়ে ফেললো।
তিনি বাংলাদেশের অনেকের কাছে অনুকরণীয় ছিলেন।আসলে ভাল মানুষরা মনে হয় বেশীদিন বাচেঁ না! ওপারে ভালো থাকুন আনিসুল হক সাহেব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র লেখেন, এই মানুষটার সুস্থতার জন্য মন থেকে প্রার্থনা করেছি অনেকবার। তবুও তিনি চলে গেলেন না ফেরার দেশে। যেখানেই থাকেন ভাল থাকেন। সত্যিকার অর্থে বাংলাদেশ একজন খাঁটি মানুষকে হারাল।
আইনজীবি রাজেশ পাল লেখেন, বিদায় আনিসুল হক। একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব, সফল ব্যবসায়ী, জনপ্রিয় নগর পিতা, সর্বোপরি একজন প্রগতিশীল আলোকিত সফল মানুষ যাত্রা করলেন পরপারে অগণিত ভক্তদের শোক সাগরে নিমজ্জিত করে।
কবি গোবিন্দ সরকার লেখেন, নাগরিক শোক ওই নেমে এল দ্বারে/ নগরপিতার ঠাঁই হলো পরপারে/ কালের চাকাটি থেমে গেল চুপিসারে/ শোক ছুঁয়ে যায় বিপন্ন ব্যথার ভারে! ।।(ঢাকা উত্তরের নগরপিতা শ্রদ্ধেয় আনিসুল হকের আকস্মিক প্রয়াণে এলিজিক রুবাই)।।
এমটিনিউজ/এসবি