শুক্রবার, ১৩ নভেম্বর, ২০১৫, ০৮:৩৫:২২

‘ডাক্তারের ব্যবহারের কারণেও অনেকটা সুস্থ হয়ে যায় রোগী’

  ‘ডাক্তারের ব্যবহারের কারণেও অনেকটা সুস্থ হয়ে যায় রোগী’

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওষুধের চেয়েও ডাক্তারদের একটি কথায় রোগীদের ভালো করা যায়। আত্মবিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ব্যবহারের কারণেও অনেকটা সুস্থ হয়ে যায় রোগী। শুক্রবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের চতুর্থ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। দেশ বিভিন্ন দিক দিয়ে উন্নতি হচ্ছে। ২০২১ সালের আগেই আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হব। স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নির্বাচনের ভার স্বাচিপের নেতাকর্মীদের ওপরই ছেড়ে দেন প্রধানমন্ত্রী। জাতীয় সম্মেলনকে ঘিরে নতুন নেতৃত্ব নির্বাচন ভোটের মাধ্যমে হবে নাকি প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে- এ নিয়ে সংগঠনের নেতাদের মধ্যে গুঞ্জন ছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর গুঞ্জনের অবসান হলো। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি দুই বছর অন্তর সম্মেলন করতে হবে। সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচনের বিধান রয়েছে। কিন্তু বিগত ১২ বছর সংগঠনটি কোনো সম্মেলন ও নতুন নেতৃত্ব নির্বাচন করেনি। তিনি বলেন, সবারই চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। হতদরিদ্র মানুষ যেন দেশে চিকিৎসাবঞ্চিত না হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ১৩ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে