মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৯:০৬

বাড্ডায় নিজ ফ্ল্যাটে খুন যুবক, এক তরুণী আটক

বাড্ডায় নিজ ফ্ল্যাটে খুন যুবক, এক তরুণী আটক

ঢাকা : রাজধানীর বাড্ডায় নিজ ফ্ল্যাট থেকে মনজিল হক (৩০) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে এক তরুণীকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফতাবনগরের বি ব্লকের ৩ নম্বর রোডের একটি ফ্ল্যাটে একাই ভাড়া থাকতেন মনজিল হক। পাশেই তার রিকশা গ্যারেজের ব্যবসা আছে। গতকাল দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই ফ্ল্যাট থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, ভবনের অন্য বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অজ্ঞাত চারজন যুবক তার ফ্ল্যাটে এসেছিল। ধারণা করা হচ্ছে ওই চারজনই ছুরি চালিয়ে তাকে হত্যা করেছে।

ভবন ও এর আশপাশের সিসিটিভি ক্যামেরা দেখে খুনিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, স্ত্রীর সঙ্গে তালাক হবার পর ওই ফ্ল্যাটে একাই থাকতেন মনজিল হক। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে