বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭, ০৫:৪৭:৩৯

থার্টি ফাস্ট নাইটে রাত ৮টার পর যাওয়া যাবে না যেসকল এলাকায়

থার্টি ফাস্ট নাইটে রাত ৮টার পর যাওয়া যাবে না যেসকল এলাকায়

নিউজ ডেস্ক : বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাদা পোশাকের পুলিশও কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। থার্টি ফাস্ট নাইটে রাত আটটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী বারিধারায় এলাকায় বহিরাগতরা প্রবেশ করতে পারবেন না বলেও জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'বড়দিন উপলক্ষে ঢাকা শহরের পাঁচ হাজারেরও বেশি অধিক নিরাপত্তা কর্মী থাকবে চার্চের দায়িত্বে। পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকধারী নিরাপত্তাকর্মী এই দু-তিনদিনের জন্য কাজ করবে।'

এছাড়া তিনি আরো বলেন, '৩১ ডিসেম্বর বিকেল থেকে ঢাকা শহরের সকল বার বন্ধ থাকবে। থার্টি ফাস্ট নাইট রাত আটটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং তাদের নির্দিষ্ট গাড়ি ছাড়া অন্য গাড়ি এবং এই এলাকায় ঢোকা আমরা নিয়ন্ত্রণ করবো।'   
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে