নিউজ ডেস্ক : আগামী পাঁচদিনের মধ্যে আবহাওয়ায় বেশ পরিবর্তন আসবে। এছাড়া ডিসেম্বরের শেষ দিকে আকাশ মেঘমুক্ত থাকলে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমে আসবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান যত কমবে শীতের প্রকোপ ততো বাড়বে।
সোমবার সন্ধ্যায় আরটিভি অনলাইনকে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মাসের শেষে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এক থেকে দুটি মৃদু ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বা মাঝারি ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি রংপুর ও রাজশাহী বিভাগে হাল্কা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে।
সোমবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এছাড়া ঢাকায় উত্তর-পশ্চিম দিক থেকে আসা বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ঢাকায় আজ সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস