শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ০৩:৩৪:৫৪

স্বামী মারা যাওয়ার ৪ ঘণ্টা পর হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু

স্বামী মারা যাওয়ার ৪ ঘণ্টা পর হার্ট অ্যাটাকে স্ত্রীর মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম ফকিরের মৃত্যুর ৪ ঘণ্টা পর হার্ট অ্যাটাকে তার স্ত্রী রীনা পারভীন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার মৃত নুরুল হক মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রফিকুল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তার শোক সইতে না পেরে হার্ট অ্যাটাক করেন তার স্ত্রী রীনা পারভীন। অবস্থা গুরুতর হলে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১০টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রীনা পারভীন।

এই দম্পতি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সানি এবং মেয়ে ফাতেমা তুজ জহুরা জেনীর মা-বাবা।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে