স্পোর্টস ডেস্ক: দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। সোমবার রাত সাড়ে আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এসময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী তাকে স্বাগত জানান।
পরে রাষ্ট্রীয় আচার অনুযায়ী তুরস্কের প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। এসময় গার্ড পরিদর্শন করেন ইলদিরিম।
মঙ্গলবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তিনি।
সোমবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তুরস্কের প্রধানমন্ত্রী। এ সময় বেশকিছু চুক্তি ও সমঝোতায় স্বাক্ষর ও যৌথ বিবৃতি দেয়ার কথা রয়েছে। বুধবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে তার।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস