নিউজ ডেস্ক: মুক্তিযোদ্ধা সেই রিক্সাওয়ালা রবিউল ইসলামকেই খুঁজছেন সাংসদ ব্যারিষ্টার ফজলে নূর তাপস। ঢাকা-১০ আসনের এমপি ব্যারিষ্টার তাপসকে নিয়ে অনেকেই মতামত প্রকাশ করেছেন।
তবে আশার কথা, মুক্তকথা কলামে লেখাটি প্রকাশের ৪ দিনের মধ্যে ব্যারিষ্টার তাপসের কার্যালয় থেকে যোগাযোগ করা হয় । সংসদ সদস্যের মিডিয়া ও জনসংযোগ বিভাগের সমন্বয়ক তারেক সিকদার বলেন, 'সেই রিক্সাওয়ালা রবিউল ইসলামের খোঁজ খবর নিতে চান সংসদ সদস্য ব্যারিষ্টার ফজলে নূর তাপস। তার খোঁজ কিংবা মুঠোফোন নাম্বার চায় এমপির কার্যালয়।'
তারেক সিকদার জানান, ব্যারিষ্টার তাপসের নির্বাচনী এলাকার হয়ে থাকলে তিনি সামনে দাঁড়িয়েই কাজ করে দেন যতটা করা সম্ভব। এবং এই মুক্তিযোদ্ধা রিক্সাওয়ালা যদি ওনার এলাকার ভোটার হয়ে থাকেন তাহলে তার জন্য যথাসম্ভব কিছু করা হবে। এ প্রতিশ্রুতি দেয়া হয়েছে ব্যারিষ্টার তাপসের কার্যালয় থেকে।
এদিকে মুক্তকথা কলামে লেখাটি প্রকাশের পর ব্যারিষ্টার তাপসের নির্বাচনী এলাকার ভোটার মোহাম্মদ বেলাল আহমেদ লেখেন, 'ভাই আমি কোন দল করি না। তবে মনে খুব সাহস আর বল পাই যে আমি ওনার এলাকার ভোটার । ওনার এলাকার কোন ভোটারকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না।
যে যা তদবির নিয়ে যান ভোটারদের জন্য করে দেন । কিন্তু অন্য কারো জন্য কখনই করেন না। সেই লোকটি যদি গোপালগঞ্জ থেকেও আসে তাকে ঢুকতেই দিবে না তার রুম এ। তার এলাকার ভোটারদেরকে তিনি প্রাধান্য দেন । আমরা অনেক ভাগ্যবান এরকম একজন এমপি পেয়ে।'-সময় নিউজ
১৯ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর