নিউজ ডেস্ক : আইএস ও জঙ্গি শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা এখন পুরো বিশ্বের সমস্যা। আইএস ও জঙ্গিরা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই ক্ষেত্রে আমাদের গণসচেতনা ছাড়া আর কিছইু করার নেই। আমাদের পরিবার, শিক্ষা-প্রতিষ্ঠান, বন্ধু-সমাজ সর্বস্তরে সজাগ থাকতে হবে যাতে আমাদের দেশের মানুষ এই রকম বিধ্বংসী কাজে জড়িত হতে না পারে।
নিরাপত্তা বিশ্লেষক ব্রি. জে. (অব.) শাখাওয়াত হোসেন দৈনিক আমাদের অর্থনীতির সাথে আলাপকালে এই সব কথা বলেন।তিনি বলেন, সরকারের ও প্রশাসনের ভূমিকা আরও বাড়াতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হতে হবে জঙ্গি ইস্যুতে। যদিও আমাদের দেশে জঙ্গি বিস্তার সহজ হবে। দেশে কারা ঢুকছে, কারা বের হচ্ছে এই সবের তদারকি বাড়াতে হবে। কী কাজে তারা দেশে আসছে, কী কাজে দেশের বাহিরে যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা তিন-চার বছর ছিল তাদের গতিবিধি নজর রাখা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস