রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭, ০৭:৪১:৫৬

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৪০০ টাকা

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১৪০০ টাকা

নিউজ ডেস্ক: দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দর। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১৪০০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ রোববার বাজুস এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নুতন দর আগামীকাল সোমবার থেকে কার্যকর করা হবে।

এর আগে ১১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানো হয়।

সেই দর অনুযায়ী, আজ রোববার দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ৪০ হাজার ৪৭৪ টাকায়।

নতুন দর অনুযায়ী, আগামীকাল সোমবার থেকে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ৪৯ হাজার ৩২১ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৪৭ হাজার ১০৬ টাকা। আর ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ভরিপ্রতি ৪১ হাজার ৮৫৯ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ২৫ হাজার ৬৫২ টাকা।
এমটিনিউজ২৪.কম/এন/মান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে