ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন পাইওনিয়ার ডেন্টাল কলেজের শিক্ষার্থী নেপালি বিনিশা শাহর (২০) লাশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে ভাই নরেন্দ্র শাহ মরদেহ গ্রহণ করেন। এ সময় ভাটারা থানা পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও নেপাল দূতাবাস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভাটারা থানার ওসি কামরুজ্জামান জানান, নেপালি ওই ছাত্রীর লাশ তার ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, রোববার বিকাল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশে উড়ে যাবে বিনিশার মরদেহবাহী বিমান।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে রাজধানীর পাইওনিয়ার ডেন্টাল কলেজের হোস্টেল থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় বিনিশার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
বিনিশা ডেন্টাল কলেজের ২২তম ব্যাচের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার তার টার্ম-২ পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার আধাঘণ্টা আগেই খাতা জমা দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে যান এবং হোস্টেল কক্ষে গিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে।
এমটি নিউজ/আ শি/এএস