‘আসুন সংলাপে বসি’
ঢাকা : সব সংকটে সরকারের পাশে থাকবে বিএনপি। আসুন সংলাপে বসি। সমস্যার সমাধান করি। হয়তো কিছু সমাধান হবে আবার কিছু হয়তো হবে না।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি’ শীর্ষক প্রতিবাদ সভার আয়োজন করে সাভার থানা সাবেক ছাত্রদল।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আবদুল্লাহ আল নোমান বলেন, আপনি আশঙ্কা করছেন, বহির্বিশ্বের ন্যায় অশান্তির ঘূর্ণিঝড় বাংলাদেশও পড়তে পারে। এ কথার অর্থ এ দেশে সহিংসতা দেখা দেবে। তবে আমি বলতে চাই, এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপিকে পাশে পাবেন।
তিনি বলেন, সরকার বিএনপির নেতাকর্মীদের নামে ডজনে ডজনে মামলা দিয়ে নতুন ইতিহাস রচনা করেছে। সিটি করপোরেশনের ময়লার গাড়ি থেকে চুরির মামলার আসামি করা হচ্ছে। এটা অত্যন্ত লজ্জার।
নোমান বলেন, আজ দেশে আইনের শাসন নেই। জনগণ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। দেশে আইনশৃঙ্খলা অবস্থা ভেঙে পড়েছে। এ অবস্থায় চলতে পারে না দেশ।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আমজাদ হোসেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
১৫ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�