বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮, ০৭:০৭:৩১

উত্তর সিটিতে এখনও কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

উত্তর সিটিতে এখনও কাউকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ এখনও কাউকে মনোনয়ন দেয়নি বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, উত্তর সিটিতে আওয়ামী লীগ এখনও কাউকে মনোনয়ন দেয়নি। দলের মনোনয়ন বোর্ড প্রার্থী দেবে। নেত্রী আতিকুল ইসলামকে প্রার্থী করার কোনো গ্রিন সিগন্যাল দেয়নি বলে জানান তিনি। তবে প্রধানমন্ত্রী আতিকুলকে বলেছেন, ‘তুমি নির্বাচন করতে চাইলে জনগণের কাছে যাও’। মনোনয়ন দেবে দলের মনোনয়ন বোর্ড।

বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, দুবছর হল তাদের কাউন্সিল হয়েছে।

কাউন্সিলের পর থেকে এখনও তাদের ওয়ার্কিং কমিটির কোনো মিটিং হয়নি। এটি কি কোনো গণতান্ত্রিক দল? যে দলে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই, সেই দল আবার ‘দেশে গণতন্ত্র নেই’ কী করে বলে?

‘বিএনপি কীভাবে দেশে গণতন্ত্র দেবে। তাদের দলের এক নেতা ঢাকা উত্তর সিটি করপোরেশনে ছেলেকে প্রার্থী ঘোষণা করে দিল, দলের কোনো সিদ্ধান্ত ছাড়াই,’ বলেন কাদের।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে