ঢাকা: কাহিনীটা আজকে সকালের। জিয়া আরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলায় আজ হাজির হোন আলিয়া মাদ্রাসা মাঠে। তারপরে সেই মাঠে অনুষ্ঠিত হয় আদালতের হাজিরা শুনানী। খালেদা জিয়ার পক্ষ থেকে যুক্তি তর্ক উপস্থাপন করেন খালেদা জিয়ার আইনজীবি। অবশ্য তিনি বেশ মজা করেই সেই যুক্তি তর্ক উপস্থাপন করেন।
এই সময় যুক্তি তর্ক উপস্থাপনের সময় ব্যারিস্টার মওদুদ অনেকটা মজা করে বলেন,' ব্যারিস্টার জমির উদ্দিন আহম্মেদ নোয়াখালীর কথা শুনে ঠাট্টা করেছেন। আমি নোয়াখালীর লোক দেখে আপনি অবহেলা করবেন না। বর্তমান সেনা প্রধান (জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক) আমার নির্বাচনী এলাকা নোয়াখালীর কবির হাটের ছেলে। সাবেক ও বর্তমান প্রধানমন্ত্রী নোয়াখালী থেকে সেনাপ্রধান বানিয়ে ছিলেন।
এরপর মওদুদ আহমেদ ৯ম দিনের মতো জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার পক্ষে মুল যুক্তি উপস্থাপন শুরু করেন। যুক্তিতে মওদুদ বলেন, রাজনৈতিক কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিচার প্রার্থী হিসেবে আপনার সামনে দাঁড়াতে হয়েছে। আর এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে।
এমটি নিউজ/আ শি/এএস