শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮, ১১:৫১:৫৭

ঢাবির হলে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবির হলে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের ২০৯ নম্বর রুমে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত শিক্ষার্থী হলেন- ২০০৯-২০১০ সেশনের আরিফুর রহমান রাশেদ। তিনি শান্তি ও সংঘর্ষ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন।

শুক্রবার ভোর ৪টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ভোরে হঠাৎ করে ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠেন রাশেদ। এ সময় রুমের অন্য সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার নশরতপুর গ্রামে।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক নিজামুল হক ভুইঁয়া বলেন, ভোর ৪টার দিকে এই শিক্ষার্থী মারা যান। এখন তাকে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে।
১২ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে