বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮, ১০:০৭:৪৪

এবার অস্ত্রের লাইসেন্স পাবে এমপি পত্নীরা

এবার অস্ত্রের লাইসেন্স পাবে এমপি পত্নীরা

নিউজ ডেস্ক: সংসদ সদস্যের স্ত্রীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নত্তোর পর্বে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সংসদ সদস্য রহিম উল্লাহ'র লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শর্ত সাপেক্ষে সংসদ সদস্যদের স্ত্রীরা অস্ত্রের লাইসেন্স পাবার আবেদন করতে পারবে।'

আগ্নেয়াস্ত্র নীতিমালা-২০১৬ অনুযায়ী, শর্ত সাপেক্ষে ৩০ থেকে ৭০ বছর বয়স পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে সক্ষম বাংলাদেশের সব নাগরিকরা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স'র জন্য সরকারের কাছে আবেদন করতে পারবেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে