শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০১৮, ১২:২০:৪২

ঢাবি ছাত্রের সাহস: ‘আমি হামলাকারী, আমাকে গ্রেফতার কর'

ঢাবি ছাত্রের সাহস: ‘আমি হামলাকারী, আমাকে গ্রেফতার কর'

নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের গেট ভাঙচুরের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন কয়েকজন ছাত্র। গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে টিএসসির সামনে ওই ভাস্কর্যের বেদীর ধাপে তারা বসে আছেন। তাদের পাশে রাখা প্ল্যাকার্ডে লেখা- 'আমি ভাঙচুরকারী আমাকে গ্রেফতার কর, আমি আন্দোলনকারী আমাকে গ্রেফতার কর, আমি অজ্ঞাতনামা আমাকে গ্রেফতার কর'। ঢাবি ছাত্রের এমন সাহসের পরিচয় মেলে।
 
অবস্থানকারীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র রাজীব কুমার দাশ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের তৃতীয় বর্ষের মাহির শাহরিয়ার রেজা সহ অন্যরা রয়েছেন।
 
রাজীব বলেন, 'আমিও ওই দিনের ঘটনায় ভাঙচুর করেছি, আন্দোলন করেছি। প্রশাসন, পুলিশ আমাকে গ্রেফতার করুক। বিশ্ববিদ্যালয় নিপীড়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রতিবাদকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করেছে।' তিনি প্রক্টরের পদত্যাগ দাবি করেন।
 
প্রসঙ্গত, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় ছাত্রলীগ নেতা-কর্মীরা এসে কিছু আন্দোলনরতদের সরানোর ব্যবস্থা নেয়।

এই ঘটনার বিচার দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রক্টরকে সাত ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং প্রশাসনকে ঘটনার সুষ্ঠু তদন্ত করা সহ তিনদফা দাবি দিয়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। প্রক্টরকে অবরুদ্ধ করার ঘটনায় শাহবাগ থানায় বৃহস্পতিবার অজ্ঞাতনামা ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১৯ জানুয়ারি ২০১৮/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে