শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮, ০৯:২২:০০

উত্তরবঙ্গের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

উত্তরবঙ্গের কয়েক জেলায় মৃদু ভূমিকম্প

নিউজ ডেস্ক : দেশের উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা এখনো জানা যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানায়, সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়। কুড়িগ্রামে জেলায় মূলত এটি বেশি অনুভূত হয়।

ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ওয়ারলেস সুপারভাইজার বলেন, ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরের কোনো এলাকা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। বাংলাদেশের বঙ্গের কাছাকাছি ভারতীয় এলাকাতেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের কুড়িগ্রাম এবং এর কাছের কিছু অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে