রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ১০:০৬:০৫

আবারও আসছে শৈত্যপ্রবাহ

 আবারও আসছে শৈত্যপ্রবাহ

নিউজ ডেস্ক: চলতি সপ্তাহের শেষ নাগাদ রাজধানীসহ সারা দেশে আবারও শৈত্যপ্রবাহ নামতে পারে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে তা অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
 
সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী ও রংপুর বিভাগে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

মাদারীপুর, গোপালগঞ্জ, যশোর, সাতক্ষীরা ও বরিশাল জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী ৫ দিনে দেশের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে