রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮, ০২:৫০:২২

হজযাত্রীদের জন্য সুখবর, সৌদির সাথে বাংলাদেশের নতুন চুক্তি সম্পন্ন

হজযাত্রীদের জন্য সুখবর, সৌদির সাথে বাংলাদেশের নতুন চুক্তি সম্পন্ন

নিউজ ডেস্ক : সৌদি আরবের সঙ্গে হজের চুক্তি সাক্ষর করেছে বাংলাদেশ সরকার। আজ রোববার সচিবালয়ে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৪ই জানুয়ারি মক্কায় হজ চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

এই নতুন চুক্তি অনুযায়ী আসছে হজে গতবারের মতোই ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এদের মধ্যে ৭ হাজার ১৯৮ জন সরকারিভাবে ও ১ লাখ বিশ হাজার জন বেসরকারিভাবে যেতে পারবেন।

ধর্মমন্ত্রী জানান, এবারের হজযাত্রী সৌদি এয়ারলাইন্স ও বাংলাদেশ বিমান অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে পরিবহন করবে। সৌদি আরব সরকার সম্প্রতি সে দেশের নাগরিকদের ওপর পাঁচ ভাগ ভ্যাট আরোপ করেছে।

তা হজযাত্রীদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে চায় সৌদি কর্তৃপক্ষ। তবে এ নিয়ে বাংলাদেশ সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে, যেন বাংলাদেশি হজযাত্রীরা এ ভ্যাটের আওতামুক্ত থাকেন।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে