শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৭:১২

শিক্ষামন্ত্রী-শিক্ষকদের বৈঠকে যে কথা হবে

শিক্ষামন্ত্রী-শিক্ষকদের বৈঠকে যে কথা হবে

ঢাকা : ঢাকা জাতীয় পে-স্কেলে বেতন কাঠামো ও মর্যাদা নিয়ে ক্ষুব্ধ শিক্ষকদের সঙ্গে শনিবার বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

কয়েকজন শিক্ষক নেতা জানিয়েছেন, শনিবার বেলা ১১টায় মিন্টো রোডের বাসভবনে অনানুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রী আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলবেন।  

তারা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হয়ে গেছে। ফলে ঢাকার বাইরের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা আসতে পারছেন না। যারা ঢাকায় আছেন তারা মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব এ এস এম মাকসুদ কামাল বলেন, মন্ত্রী বিদেশে থাকা অবস্থায় টেলিফোন করে শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন। শুক্রবার মন্ত্রী দেশে ফিরেছেন।
 
মন্ত্রিসভায় অষ্টম বেতন স্কেল অনুমোদনের পর থেকে শিক্ষকেরা আন্দোলন করছেন। কিন্তু এখন পর্যন্ত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সমস্যা সমাধানে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তবে শিক্ষকদের দাবির বিষয়টি পর্যালোচনার জন্য বেতন বৈষম্য নিরসনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করা হয়েছে। কিন্তু ওই কমিটিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করায় তার সঙ্গে আলোচনায় বসতে শিক্ষকদের আপত্তি আছে।

এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বৈঠককে গুরুত্বের সঙ্গে দেখছেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

এদিকে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড রাখার দাবিতে কলেজে শিক্ষদের আন্দোলন অব্যাহত আছে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিমউল্লাহ খন্দকার জানিয়েছেন, তাদের দাবির ব্যাপারে কোনো আশ্বাস না পাওয়ায় কাল শনিবার ও রবিবার সরকারি কলেজেচ শিক্ষকদের কর্মবিরতি চলবে।
১৯ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে