বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৪২:৫৫

খালেদা জিয়া নিজেই তাদের ডেকে মিলমিশ করিয়ে দেন!

খালেদা জিয়া নিজেই তাদের ডেকে মিলমিশ করিয়ে দেন!

নিউজ ডেস্ক : দুর্নীতির মামলায় বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসনের সাজা হতে পারে ধরে নিয়ে কার্যক্রম ইতোমধ্যে সাজিয়ে ফেলেছে দলটি। রায়ের দিন ঢাকাসহ সারা দেশে তারা বড় ধরণের জমায়েত করার চিন্তাও করেছে। ৩ ফেব্রুয়ারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় খালেদার দিক নির্দেশনাকে সামনে রেখে আগাচ্ছে শীর্ষ নেতারা।

দলটির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র জানায়, রায়ে খালেদা জিয়ার সাজা হলে শীর্ষ নেতাদের প্রথম কাজ হবে দলের ঐক্য ধরে রাখা। এজন্য খালেদা জিয়া নিজেই উদ্যোগী হয়েছেন। দলের ঐক্য ঠিক রাখতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে খালেদা জিয়ার উপস্থিতিতে তার গুলশানের কার্যালয়ে বৈঠক হয়।

সেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভীসহ মহানগরের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এসব নেতার মধ্যে নানা বিষয়ে দূরত্ব আছে বলে দলে আলোচনা আছে। ওই বৈঠকে নেতাদের মিলমিশ করে দেয়া হয়। সেখান থেকে ফেরার পথে গয়েশ্বর রায়কে গ্রেপ্তার করা হয়।

মামলায় নেত্রীর সাজা হলে এবং খালেদা জিয়া কারাগারে গেলে তার অবর্তমানে দল কীভাবে পরিচালিত হবে, এর প্রাথমিক একটা দিকনির্দেশনা দিয়েছেন তিনি। গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসন দল চালাতে অপারগ হলে দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমানের দল চালানোর কথা। তিনি দীর্ঘদিন বিদেশে।

এই অবস্থায় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নয়জন নেতা ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করবেন বলে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। অন্য নেতারা হলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তবে তারা দল পরিচালনা করবেন তারেক রহমানের নির্দেশেই। এরপর থেকে খালেদা জিয়ার মামলার বায়ের আগে-পরে করণীয় ঠিক করতে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতারা দফায় দফায় বৈঠক করছেন। গত সোমবার (২৯ জানুয়ারি) রাতে স্থায়ী কমিটি এবং আগের রাতে ২০ দলীয় জোটের সভা করেছেন খালেদা জিয়া।

এর আগে সকালে গুলশান কার্যালয়ে দলটির নেতারা যৌথসভা করেন। সকল বৈঠকের আলোচ্য বিষয় ছিল খালেদা জিয়ার মামলা। মামলায় সাজা হলে শরিক দলের নেতারাও বিএনপির সঙ্গে অতীতের মতো সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

এছাড়া ৩ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখান থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন। বক্তব্যে দলের নেতাদের সতর্ক থাকার পাশাপাশি রায়কে কেন্দ্র করে দল ভাঙার চেষ্টা করা হলে ক্ষমা করা হবে না বলে হুশিয়ারি জানান তিনি। এছাড়া সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডন থেকে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে